নিজেস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ফেব্রুয়ারী) শনিবার উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী সরকারী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
সকাল সাড়ে দশটায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান এবং প্রধানবক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সদস্য মেরিনা জাহান কবিতা, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, কাজিপুর আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন রতু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আল আমিন সহ আরো অনেকেই।
সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কামারখন্দ উপজেলা কমিটির সভাপতি পদে সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন শেখ নির্বাচিত হয়েছেন।
মোট ১৯৭ ভোটের মধ্যে সেলিম রেজা ৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকট তম প্রতিদন্ধী মতিন চৌধুরী পেয়েছেন ৮৩ ভোট, মকবুল হোসেন ১১ ভোট, আনোয়ার হোসেন ৪ ভোট, রেজাউল করিম রাজা ১ ভোট। ১৯৭ ভোটের মধ্যে নষ্ট ভোট ১টি।
আনোয়ার হোসেন শেখ ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদন্ধী আশরাফুল সাইদী হিরা পেয়েছেন ৫১ ভোট, কামরুল হাসান আমিনুল ৪০ ভোট, সেলিম রেজা সেলিম ৮ ভোট, ১৯৭ ভোটের মধ্যে নষ্ট ভোট ৩টি।