অস্টেলিয়া প্রতিনিধি: মেডিক্যাল বিশেষজ্ঞ এবং রেগুলেটরদের পরামর্শ অনুযায়ী ফেব্রুয়ারী থেকে করোনাভাইরাস ভ্যাকসিন পাচ্ছে অস্ট্রেলিয়ানরা।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তিনি আশা করছেন ফেব্রুয়ারীর মধ্য বা শেষ থেকে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের টিকা কর্মসূচী শুরু হবে। বৃহস্পতিবার তাকে নতুন করে জানানো হয়েছে।
তিনি বলেন, থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ফাইজার থেকে মধ্য জানুয়ারির মধ্যে সকল তথ্য-উপাত্ত পাবে আশা করা হচ্ছে এবং জানুয়ারির শেষেই তা অনুমোদন হওয়ার কথা রয়েছে।
ক্যানবেরাতে সাংবাদিকদের উদ্দেশ্যে মিঃ মরিসন বলেন, “ভ্যাকসিন অনুমোদন প্রক্রিয়া স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতেই চলছে, তবে কোন স্টেপ বা কোন প্রক্রিয়া উপেক্ষা করে নয়।”
এস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন ফেব্রুয়ারীর ভেতরেই শেষ হবে বলে কথা রয়েছে।
মিঃ মরিসন বলেন, ফাইজারের প্রটোকল অনুযায়ী অনুমোদনের পর ডেলিভারি পেতে অন্তত দু’সপ্তাহ লাগবে।