ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
সে জয়পুরহাট সদর উপজেলার ইসলামনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
র্যাব-১২’র উপ- অধিনায়ক মেজর মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধা রাতে উল্লেখিত এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ও ১ টি সীম জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।