ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে খেলার মাঠে সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিছু কিছু দেশে ফের দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হলেও ইতালিতে ফুটবল মাঠে এখনও ব্রাত্য দর্শকরা। ব্যাপারটা একেবারেই পছন্দ নয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
ফাঁকা স্টেডিয়ামে খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রোনাল্ডো। বলেছেন, ‘‘আমার মতে, ফাঁকা স্টেডিয়ামে খেলা খুব বোরিং। আমরা ফুটবলাররা প্রোটোকল এবং স্বাস্থ্যের সমস্ত নিয়ম মেনে চলি ঠিকই। কিন্তু ফাঁকা স্টেডিয়ামে খেলা পছন্দ নয়।’’
কেন পছন্দ নয় তার উত্তরও দিয়েছেন রোনাল্ডো। বলেছেন, ‘‘আমি খেলি কারণ ফুটবলটা ভালবাসি। পরিবার, সন্তান, বন্ধু, সমর্থক সবার জন্যে খেলি। ফাঁকা মাঠে খেলার চেয়ে লোকে যদি আমাকে শিস দিয়ে ব্যঙ্গ করে সেটাও ভাল। ওটাও আমার পছন্দ। আশা করা যায় সামনের বছরে সব ঠিকঠাক হয়ে যাবে।’’
রোনাল্ডোর ক্লাব জুভেন্টাসে এখন বর্ষশেষের ছুটি চলছে। আগামী ৪ জানুয়ারি তারা নামবে উদিনেসের বিরুদ্ধে।