নদী ভাঙনরোধ নিশ্চিত করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: দোলন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন /
নদী ভাঙনরোধ নিশ্চিত করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: দোলন

:: আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ::

নদী ভাঙনরোধ নিশ্চিত করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

শুক্রবার রাতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় আরিফুর রহমান দোলন বলেন, দেশের নদী ভাঙনরোধে কাজ করছে সরকার। শেখ হাসিনা সরকারের ১৪ বছরের ধারাবাহিক শাসনামলে নদী ভাঙন এক তৃতীয়াংশে নেমে এসেছে। দেশে সম্পূর্ণরূপে স্থায়ীভাবে নদীভাঙন রোধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডেল্টা প্ল্যান নিয়েছেন। ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে দেশে আর কোনো নদী ভাঙন থাকবে না। আর এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে শেখ হাসিনার বিকল্প নেই। সেজন্য আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন ফকিরের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম রানা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সাইদ মোল্যা, টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুর নবী, সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।

এরআগে তিনি দিনব্যাপী ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে বর্তমান সরকারের নানামূখী উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে বিরামহীন প্রচারণা চালান।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দোলন। এই আসনের তিন উপজেলা বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গায় গণসংযোগ, উঠোন বৈঠক, প্রচার সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিয়মিত সরকারের উন্নয়ন প্রচারণা চালিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন আরিফুর রহমান দোলন।

ফরিদপুর-১ আসনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে অনেকের নাম থাকলেও এই আসনটিতে আরিফুর রহমান দোলনের কোন বিকল্প নাই। এই আসনের নেতৃত্ব দেবার মতো জনবল, পারিবারিক ঐতিহ্য, সামাজিক পরিচিতি, তৃণমূলে জনপ্রিয়, আর্থিক স্বচ্ছলতা, রাজনৈতিক দূরদর্শীতা, আদর্শিক-পরীক্ষিত নেতৃত্ব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও গ্রহণ যোগ্যতা ইত্যাদি যেসব গুণের প্রয়োজন তার সবগুলো আরিফুর রহমান দোলনের মধ্যে বিদ্যামান রয়েছে।