ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ৮:২৫ অপরাহ্ন /
ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন

বেসরকারি ‘ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর নতুন এ নামটি কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পক্ষ থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনাটি পাঠানো হয়েছে। এছাড়াও গত রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের-এর সই করা এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি করা হয়েছে।