ভারত ম্যাচের আগে সাকিব, ‘সব দায়িত্ব আমার একার না’


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ন /
ভারত ম্যাচের আগে সাকিব, ‘সব দায়িত্ব আমার একার না’

নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিমান ধরলেও আশানুরূপ সাফল্য পায়নি সাকিব আল হাসানের দল। সুপার ফোরে তারা দুটি ম্যাচেই পরাজিত হয়েছে। যা শেষ ম্যাচটিতে নামার আগেই নিশ্চিত করেছে টুর্নামেন্ট থেকে বিদায়। যা নিয়ে করা এক প্রশ্ন জবাবে টাইগার অধিনায়ক সাকিব বলছেন, ‘সব দায়িত্ব আমার একার না। সবারই কিছু দায়িত্ব আছে।’

কলম্বোতে আজ (বৃহস্পতিবার) বিকেলে টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। চলমান এশিয়া কাপে দলের পারফরম্যান্স তলানির দিকে। এই নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক সাকিব দায়টা সবার ওপরই দিয়েছেন। একইসঙ্গে বলেছেন ভারতের বিপক্ষে নিজেদের সম্ভাবনার কথাও।

এ সময় তিনি বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার একার না। সবার কিছু দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদাভাবে যদি সবাই নিজ জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’

ভারতের বিপক্ষে কলোম্বোর পিচ কেমন থাকবে এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। আসলে ভালোভাবে বোঝা যাবে খেলা শুরুর পরে। এর আগে শুধু ধারণাই করা যাবে। তবে কম্বিনেশনে স্পিন থাকবে। কারণ শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে এখানে।’

বিশ্বকাপের আগে সবমিলিয়ে এখনও ৬ ম্যাচ বাকি বাংলাদেশ দলের। তার আগেই দলের অবস্থান বোঝা যাবে বলে মনে করছেন সাকিব, ‘আরও ৬টি ম্যাচ বাকি আছে। সেখানে আমরা দেখতে পারব আমরা কোথায় আছি। এশিয়া কাপও বেশ গুরুত্বপূর্ণ। এখানে শেষ ম্যাচে ভারতের সঙ্গে জিততে পারলেও তা আমাদের সাহায্য করবে।’