গোপনে মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ন /
গোপনে মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

গোপনে মা হওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রী বিদ্যা বালানের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে মেয়েকে আদর করছেন বিদ্যা।

ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। এর ফলে অনুরাগীদের মধ্যে গুঞ্জন আরও বাড়তে থাকে।

ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে, অভিনেত্রী হু বছর ধরেই নাকি তার কন্য়া সন্তানকে লুকিয়ে রেখেছেন সবার নজর থেকে।
এই গুঞ্জনের কথা কানে গিয়েছে বিদ্যাও। তাই সমালোচনা বন্ধ করতে অভিনেত্রী নিজেই মুখ খুললেন।

এক সংবাদমাধ্য়মকে বিদ্যা জানিয়েছেন, ভিডিওর ওই বাচ্চা মেয়েটি তার বোনের মেয়ে। তার নাম ইরা। বিদ্য়ার বোনের যমজ সন্তান একটি ছেলে, একটি মেয়ে।

প্রসঙ্গত, স্বামী প্রযোজক হওয়ার বিশেষ সুবিধা পাওয়ার কথা উঠলে, বিদ্যা স্পষ্ট জানান, আমাদের মনে হয়েছিল, এটা আমাদের সম্পর্ককে অনেক সুস্থ রাখবে। বিয়েটা আমাদের দু’জনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পেশাগত কারণে দ্বন্দ্ব হলে তার প্রভাব বিয়েতে পড়বে। সেই রিস্ক নিতে চাইনি। তাছাড়া আমার চেয়ে অন্য কোনো অভিনেতাকে বেশি গুরুত্ব দিলে তা সে যত বড়ই স্টার হোক না কেন, মেরিল স্ট্রিপ হলেও –আমি কিছুতেই মেনে নিতে পারব না।