রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকা ও প্রধান বিচারপতির বাসভাবনের সামনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনের গেটে হামলা ও ভাঙচুর চালায় বিএনপির কর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) বেলা একটার কিছু আগে এ ঘটনার সূত্রপাত হয়। এরপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করে।
এদিকে, কাকরাইল মসজিদের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের দেখা গেছে। চারটি গাড়িতে করে তারা সেখানে এসেছেন।
রমনা বিভাগের এক কর্মকর্তা বলেন, “বিএনপি সমর্থকরা দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।”
আপনার মতামত লিখুন :