আকরিক লোহার দর আরো নিম্নমুখী


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৯:০৩ অপরাহ্ন /
আকরিক লোহার দর আরো নিম্নমুখী

অপরিশোধিত ইস্পাত উৎপাদন প্রায় ২ দশমিক ৫ শতাংশ কমানোর চিন্তাভাবনা করছে চীন। এতে সাময়িকভাবে লৌহ আকরিকের চাহিদা হ্রাস পেয়েছে। ফলে শক্ত ধাতুটির দরপতন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে এক বৈঠকে দাম কমানোর প্রস্তাব করেন নীতি-নির্ধারকরা। তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, ২ দশমিক ৫ শতাংশ ইস্পাত উৎপাদন কমানোর পরিকল্পনা অনেক মাত্রায় বেশি। কারণ অর্থনীতি এখনও পুনরুদ্ধার হচ্ছে। আগামী জুনের আগে মূল টার্গেট নির্ধারণ করা হবে। সেটাই হবে চূড়ান্ত।

গত বুধবার চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দাম কমেছে ২ দশমিক ১৫ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮৬৫ দশমিক ৫ ইউয়ান বা ১২৫ ডলার ৬৪ সেন্টে। গত ১৫ ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন।

একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের লৌহ আকরিকের আগামী এপ্রিলের দাম পড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২০ ডলার ৭ সেন্টে। গত ১৩ ফেব্রুয়ারির পর যা সবচেয়ে কম।

পরামর্শদাতা সিআরইউ গ্রুপের বেইজিং-ভিত্তিক ইস্পাত বিশ্লেষক কেভিন বাই বলেন, অশোধিত ইস্পাত উৎপাদন কমানোর খবর অল্প সময়ের মধ্যে কাঁচামালের বাজারে উদ্বেগ সৃষ্টি করতে পারে।