বিএনপি জামায়েতের নাশকতা ও অপচেষ্টার প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন /
বিএনপি জামায়েতের নাশকতা ও অপচেষ্টার প্রতিবাদে  মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ

সিনিয়র রিপোর্টার সি.এস. পলাশ: বিএনপি জামায়েতের নাশকতা মুলক কর্মকাণ্ডের অপচেষ্টা ও অশুভ অপতৎপরতার বিরুদ্ধে আজ কলাবাগান রাসেল স্কয়ার থেকে মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর,দক্ষিণ ও বিভিন্ন থানার নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করে ধানমন্ডি ৩২ নং এ গিয়ে শেষ করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ, তিনি বলেন বঙ্গবন্ধুর ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।

যেখানে সারা বিশ্ব ব্যাপী করোনা মহামারির প্রভাব ও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানী সংকটে ভুগছে ঠিক সেই মুহুর্তে ও বাংলাদেশের মানুষ সুন্দর স্বাভাবিক নিরাপদে জীবন যাপন করছে, ঠিক এই মুহুর্তে বিএনপি জামায়েত সাধারন মানুষের পাশে না দাড়িয়ে পিছনের দরজা দিয়ে অপচেষ্টার মাধ্যমে ক্ষমতায় আসার র্দুস্বপ্ন দেখছেন।

যে কোন অপচেষ্টার বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগ মাঠে প্রতিহত করার ঘোষনা দেন। গঠনের সাধারণ সম্পাদক শবনম জাহান বলেন, মহিলা আওয়ামীলীগ এর প্রতিটি নেতা কর্মী আমরা বিএনপি জামায়েতের যে কোনো সরযন্ত্র অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে ছিলাম,আছি এবং শেখ হাসিনার আপোস হীন নেতৃত্ব, আমরা সর্বদা যোগ্য জবাব দিতে প্রস্তুুত।

আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহেদা তারেক এবং সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক পারুল আক্তার।

ধানমন্ডি থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ মিলি বলেন,বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে বাংলাদেশ যখন বিশ্বের বুকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে আত্মপ্রকাশ করেছে। ঠিক তখনই রাজনৈতিক ভাবে দেউলিয়া, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা মিলে বাংলাদেশ আওয়ামীলীগ কে নিয়ে অপপ্রচার ও অপতৎপরতার মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসার পায়তারা করছে।
আমাদের মহিলা আওয়ামীলীগ প্রত্যেক টি পাড়া মহল্লায়, আওয়ামীলীগের নেতৃত্বে সকল নেতা কর্মীকে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহব্বান করেন।

আরো বক্তব্য রাখেন ধানমন্ডি থানা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৌমিতা রহমান (এম জে এফ) তিনি বলেন শেখ হাসিনা সরকারে বিরুদ্ধে বাংলাদেশে কিছু কুচক্রি মহল রয়েছে, যারা মনে প্রানে ৭১ এর পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে, বাংলাদেশের সাধারণ জনগন তা প্রত্যাখান করবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে।