সোনাগাজীতে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ : সতর্ক অবস্থানে পুলিশ


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ৭:০৭ অপরাহ্ন /
সোনাগাজীতে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ : সতর্ক অবস্থানে পুলিশ

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি : সোনাগাজীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০দফা দাবী ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ও সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন। এসময় বিএনপি যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির বিক্ষোভ মিছিলটি পৌর-শহরের কলেজ রোডের মাথায় আসলে পুলিশ ব্যরিকেড দিয়ে জিরো পয়েন্টের দিকে এগোতে দেয়নি, এসময় বিএনপি কর্মিরা কিছুক্ষন শ্লোগান দিয়ে পুনরায় কলেজ রোডের দিকে চলে যায়।

একই সময় জিরো পয়েন্ট উপজেলা আওয়ালীগ কার্যালয়ের সামনে ও বঙ্গবন্ধু পরিষদের সামনে সাধারণ সম্পাদক পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণের নেতৃত্বে আ.লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিল।