চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল জনসভা


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল জনসভা

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৭ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৩ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ,

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বক্তা জনাব এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি: ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি: জনাব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সভাপতিত্ব করেন: জনাব আলহাজ্ব মো: রুহুল আমিন, সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, চাপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আর ও বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল ওদুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল প্রমুখ।বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নৌকা মার্কার প্রার্থী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল ওদুদকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।

সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জোহা ও সাধারণ সম্পাদক কনকসহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।