আজকালের কন্ঠ ডেস্ক : যুবলীগের তিন দিনব্যাপী শান্তি সমাবেশ শুরু হচ্ছে আজ। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অব্যাহত রাখতে সারাদেশে এ সমাবেশ করবে সংগঠনটি।
এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ও তার মিত্ররা আজ সারাদেশের জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে। পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ রয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের। যদিও তিন দিনের এই শান্তি সমাবেশের কর্মসূচির ঘোষণা এসেছিল গত সপ্তাহেই। বিএনপির আন্দোলনের অন্য কর্মসূচির দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়, তবে এবার কোনো কর্মসূচি নেই।
যুবলীগের কর্মসূচি অনুযায়ী, আজ দেশের সব জেলা ও মহানগরে তারা শান্তি সমাবেশ করবে। রোববার শান্তি সমাবেশ করবে দেশের উপজেলা/থানা ও পৌরসভায় এবং আগামী মঙ্গলবার করবে ইউনিয়নে।
আপনার মতামত লিখুন :