যুবলীগের দেশব্যাপী সমাবেশ আজ


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন /
যুবলীগের দেশব্যাপী সমাবেশ আজ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে দেশব্যাপী আজ (শনিবার) শান্তি সমাবেশ করবে বাংলাদেশ যুবলীগ।

সম্প্রতি যুবলীগের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখতে শনিবার (১১ মার্চ) দেশব্যাপী শান্তি সমাবেশ করবে যুবলীগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ মহানগর ব্যতীত দেশের প্রতিটি জেলা/মহানগরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রোববার (১২ মার্চ) দেশের প্রতিটি উপজেলা/থানা/পৌরসভায় শান্তি সমাবেশ করবে যুবলীগ।