২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় আবারও আদালতে জ্যাকুলিন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ন /
২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় আবারও আদালতে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার হাজিরা দিতে গত বুধবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

ই-টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকুলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে। মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল এপ্রিল হবে বলে জানা গেছে।

২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।

এরপর গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।