বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে একটু বয়স হলেই অভিনেত্রীদের কাজের সুযোগ কমে আসে বলে অভিমান প্রকাশ করেছেন ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। অথচ মিস্টার অমিতাভ বচ্চন এখনো এত দুর্দান্ত চরিত্র পান, ভাষ্য ৭৩ বছর বয়সি এ অভিনেত্রীর।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী হিন্দি সিনেমায় অভিনেত্রীদের হাল হকিকত নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আজকাল ভালো সুযোগ কোথায়? আজও অভিনেত্রীদের মাথায় রেখে ভালো স্ক্রিপ্ট লেখা হয় না। কেবল পুরুষ অভিনেতাদের নিয়ে ভাবা হচ্ছে। মিস্টার অমিতাভ বচ্চন এখনো এত দুর্দান্ত চরিত্র পান, সেগুলো বিশেষভাবে তার জন্য লেখা হয়। কিন্তু আজ অবধি অভিনেত্রীদের জন্য এমন বিশেষ ভূমিকা লেখা হয়নি।
অভিনয় শিল্পীর দক্ষতা ও যোগ্যতাকে বিবেচনায় নিয়ে স্ক্রিপ্ট লেখা উচিত বলে মনে করেন হেমা মালিনী। তিনি বিশ্বাস করেন, ভালো কাজের সক্ষমতা এখনো তার আছে।
তিনি বলেন, স্ত্রীদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। বিয়ের পর পরই সন্তান নেওয়া যাবে না। আপনাকে বুঝতে হবে, বিয়ের পর পরই সন্তান নিলে ক্যারিয়ার সেখানেই থেমে যায়। যদি আপনার কাজ করার মতো বয়স ও সামর্থ্য থাকে, তবে কেন আপনি কাজ করবেন না? যদি প্রযোজকরা আপনাকে মোটা অঙ্কের টাকা নিয়ে সাইন করতে প্রস্তুত থাকে, সে তো দারুণ ব্যাপার।
হেমা মালিনী ও বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র বিয়ে করেন ১৯৭৯ সালে। ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং চার সন্তানের জনক। হেমা মালিনীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও প্রথম স্ত্রীর কাছ থেকে তালাক মেলেনি এই নায়কের। অগত্যা বলিউডের এই দুই তারকা ইসলাম ধর্মগ্রহণ করেন এবং সেই ধর্মমতেই বিয়ে করেন।
ক্যারিয়ারের শুরুতে ‘তারকা সুলভ’ চেহারা নেই বলে তামিল পরিচালক সিভি শ্রীধরের সিনেমা থেকে বাদ পড়েছিলেন হেমা। পরে ১৯৬১ সালে ‘ইধু সাথিয়াম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় প্রবেশ করেন এ অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :