পলাশবাড়ী উপজেলায় জাতীয়পার্টির ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ১:২৭ অপরাহ্ন /
পলাশবাড়ী উপজেলায় জাতীয়পার্টির ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মোহন সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বের কমিটি বিলুপ্ত করে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতিশীলতার আনতে প্রকৌশলী মাইনুর রাব্বী রুমান চৌধুরীকে আহবায়ক এবং জিল্লুর রহমান খাজাকে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট পলাশবাড়ী উপজেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটিগঠন করা হয়েছে।

জাতীয়পার্টির সাবেক মন্ত্রী ও ৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী আসনের ছয়বারের নির্বাচিত সাংসদ মরহুম ড.টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর সুযোগ্য ছেলে প্রকৌশলী মাইনুর রাব্বী রুমান চৌধুরীকে আহবায়ক এবং জিল্লুর রহমান খাজাকে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট পলাশবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

যুগ্মঃ আহবায়ক হলেন যথাক্রমে ; আলহাজ্ব জহুরুল ইসলাম চৌধুরী(বিএসসি),আলহাজ্ব মমতাজ আলী মাস্টার,মো.হাসান কবির তোতা,মো.রবিউল হোসেন পাতা ও মো.আবু ফরহাদ মন্ডল।কমিটির সদস্যরা হলেন যথাক্রমে ;মো.মাহমুদুজ্জামান সরকার বাদশা,অবপ্রাপ্ত কর কমিশনার আলহাজ্ব অ্যাড.মমতাজ আলী,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্ডল,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা,আনিছুর রহমান চৌধুরী বাদশা,আব্দুর রব সোনা (বিএসসি),সাবেক ইউপি চেয়ারম্যান এনআইএম আ.হামিদ চৌধুরী,আমিনুল ইসলাম সরকার রানা,উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো.আলমগীর মন্ডল ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো.তৌফিকুল আমিন মন্ডল টিটু এবং অন্যান্যসহ ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য; আগামী ১৫ জুনের মধ্যে পলাশবাড়ী পৌরসভা ছাড়াও সকল ইউনিয়ন সমূহের পূর্নাঙ্গ কমিটি পুনঃগঠন করার মধ্যদিয়ে উপজেলা জাতীয়পার্টির সম্মেলন সম্পন্ন করার শর্তে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়।