গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৩, ৬:২৭ অপরাহ্ন /
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

মিলন বিশ্বাস, সাতক্ষীরা প্রতিনিধি : গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসন আয়োজনে ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়িয়ে এ বৈশাখী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

মেলায় প্রায় শতাধিক বিভিন্ন স্টল বসেছে। মেলা চলবে ২৮ এপ্রিল থেকে ১৩মে পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মেলা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার, মাসিক সাহিত্য পাতার সম্পাদক ও প্রকাশক মো আব্দুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদ আলী, শাজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।