আমি তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায় : পরীমণি


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৩, ১:২৪ অপরাহ্ন /
আমি তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায় : পরীমণি

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই সরব থাকেন পরীমণি। কখনও ব্যক্তিগত জীবনের টানাপড়েন নিয়ে, কখনও ছেলের সঙ্গে খুনসুটির মুহূর্ত নিয়ে। আবার কখনও বা প্রতিবাদী হয়ে ধরা দেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

পাঠকদের জন্য চিত্রনায়িকার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে।

আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

কয়েকদিন আগেও রাজ-পরীর দাম্পত্য কলহ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এখন কিছুটা স্তিমিত হয়েছে।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই নয় হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। কমেন্টস বক্সে রীতিমতো ঝড় উঠেছে পরীর ভক্তদের মন্তব্যে।

প্রসঙ্গত, দাম্পত্য কলহের জেরে বর্তমানে আলাদা থাকছেন রাজ-পরী। তবে ছেলে রাজ্য অভিনেত্রীর সঙ্গেই রয়েছেন।