ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজারে জেলা প্রশাসনের অভিযান ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় ভাসমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকাল থেকে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫ টি মামলায় ৯হাজার টাকা অর্থদন্ড এবং ১৩টি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।
চাষীদের সার্বিক নিরাপত্তা, ভাসমান পেয়ারা বাজার ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় টহলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩২ জন পুলিশ সদস্য নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মারমা, মিলন চাকমা এবং মং এছেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা, শতাদশকাঠি ও ভিমরুলিসহ ২০টি গ্রাম জুড়ে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। এই পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেখতে দেশের বিভিন্ন অব্জল থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মারমা বলেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, চাষীদের ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি মামলায় ৯হাজার টাকা জরিমানা এবং ১৩টি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :