রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে গোবিন্দগঞ্জে মতবিনিময়


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৩, ১:০৩ অপরাহ্ন /
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে গোবিন্দগঞ্জে মতবিনিময়

গাইবান্ধা জেলা প্রতিনিধি : রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নাকাই হাট উচ্চ বিদ্যালয় মাঠে নাকাই ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।

নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক টুকুর সভাপতিত্বে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আগামী ২ আগস্ট রংপুরের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। লাখ লাখ আওয়ামী নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে স্মরণকালের সেরা মহাসমাবেশ হবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। চলতি বছরের শেষ দিকেই ঘোষণা হতে পারে তফশিল। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও চলমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রার্থী বাছাইয়ে মাঠ পর্যায়ে জনসম্পৃক্ত ও জনপ্রিয়তায় শীর্ষদের মনোনয়ন দিবেন। সে লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ আসন থেকে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। আপনাদের ভালবাসাই পারে নৌকার প্রার্থী হিসেবে আমার বিজয় ছিনিয়ে আনতে। আমি বিগত সময়ে একজন এমপি হিসেবে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই। কোন ঘুষ বাণিজ্য আর চাকরি দেওয়ার নামে দালালি করে কাউকে সর্বশান্ত করার রেকর্ড আমার নেই; ইনশাল্লাহ আগামীতেও আমার দ্বারা তা সম্ভব নয়।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম,পৌর সভার প্যানেল মেয়র উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ,সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি,তালুককানুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজু,উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিক, সামসুদ্দিন ভেলা, জাহাঙ্গীর আলম জাফু,উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ আব্দুল মমিন শেখ রুবেল,জেলা আওয়ামী সেচ্ছাসেবীক লীগের সাবেক সহসভাপতি মানজুদুর রহমান লাভলু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ,নাকাই ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান,তালুককানুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ লিটন,সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক বাবুল ইসলামনেতৃবৃন্দ।

সভায় বক্তারা রংপুরের সমাবেশকে সফল ও সার্থক করার আহ্বান জানান।