শেরপুরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বজলুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন /
শেরপুরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বজলুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে,নিউমার্কেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসনে ছানু এর দলীয় কার্যালয়ে গত ৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার পদক প্রাপ্ত প্রয়াত দেশবরেণ্য সাংবাদিক বজলুর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু ও নকলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম জিন্না মাননীয় সংসদ উপনেতা সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর স্বামী দেশবরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান এর বর্ণাঢ্য জীবনের নানান গুণাবলীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, জেলা যুবলীগের সভাপতি ও ১ নং কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ আম্বিয়া খাতুন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওয়াজ কুরুনী, শ্রীরবদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বায়েজিদ হাসান, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, আসাদুজ্জামান লেবু, হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আবদুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, যুবলীগ নেতা বাতেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও যুবলীগ নেতা মাহবুবুল আলম লিমন সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্র লীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শত শত নেতাকর্মীর অংশ গ্রহনে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।