ঝালকাঠি জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়।
০৫ আগস্ট ২০২৩ খ্রিঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশ, ঝালকাঠির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠি মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব ফারাহ্ গুল নিঝুম, ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ/গাছের চারা বিতরণ কর্মসূচির অয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশ অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
আপনার মতামত লিখুন :