আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন।
শনিবার (১২ আগস্ট) পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের কমান্ডার রতন রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এশিয়ান হাইওয়ের কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের ৩০০ ফুট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুরে একটি কোম্পানির বেশ কয়েকটি মাইক্রোবাসের বহর রাজধানীর নতুন বাজার থেকে তাদের নিজস্ব অনুষ্ঠানে যোগ দিতে পূর্বাচলে যাচ্ছিল। পরে ওই বাইপাস সড়কের সংযোগস্থলে পৌঁছালে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় সংবাদ পেয়ে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
কমান্ডার রতন রায় জানান, শনিবার দুপুরে একটি কোম্পানির গাড়ি বহরের ওই মাইক্রোবাসে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিভিয়ে গাড়িটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় মাইক্রোবাসচালক রাজিব আহত হন। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
আপনার মতামত লিখুন :