গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা অনুষ্ঠিত


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৩, ১২:০২ অপরাহ্ন /
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপিকে হত্যাচেষ্টার প্রতিবাদে গোবিন্দগঞ্জে সন্ত্রাস বিরোধী দিবস পালিত।

গত ১৭আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২:০০ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে লাল পতাকা মিছিল গোবিন্দগঞ্জ পৌরবন্দর প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা। বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সিনিয়র সহ সভাপতি প্রবীন কৃষকনেতা মমতাজ আলী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি কৃষকনেতা আবুল কাশেম, গোবিন্দগঞ্জ উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন এদেশে গরীব মেহনতি মানুষের অধিকার ও আন্দোলন বন্ধ করার জন্যই পরিকল্পিতভাবে জননেতা রাশেদ খান মেনন এমপি কে হত্যার চেষ্টা করা হয়েছে, যা ৩১ বছরেও প্রকৃত রহস্য উদঘাটন হয়নি।গোবিন্দগঞ্জেও ভূমিহীনদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে , ভূমিহীন রেখেই গোবিন্দগঞ্জ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন করেছি, জেলা প্রশাসক মহোদয় তালিকা চেয়েছে আমরা তালিকা জমা দিয়েছি,মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছি।কিন্তু গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন গুরুত্বই না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা সব ভূমিহীন -গৃহহীনরা সরকারি ঘর ও জমি পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে।বক্তারা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করেন।