হেলপারের মরদেহ মিলল বাসের ভেতর


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৩, ৬:০০ অপরাহ্ন /
হেলপারের মরদেহ মিলল বাসের ভেতর

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় এলাকায় মিনিবাস থেকে এক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মছিবুর রহমান (৩৬) ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার বাসিন্দা।

শনিবার (২ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মছিবুর গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে মিনিবাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে শনিবার সকালে বাসের অন্যান্য স্টাফরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য স্টাফদের ধারণা, ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।