গাঁজাসহ দুই মাদককারবারি আটক


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন /
গাঁজাসহ দুই মাদককারবারি আটক

আজকালের কন্ঠ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত নজরুল ইসলাম শেখের ছেলে নাজমুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মৃত ফায়েক শরীফের ছেলে আরিফ শরীফ (২৮)।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন জানান, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।