পটুয়াখালী সরকারি কলেজে তিন দফা দাবি নিয়ে কর্মবিরতি


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ৯:১৫ অপরাহ্ন / ০ Views
পটুয়াখালী সরকারি কলেজে তিন দফা দাবি নিয়ে কর্মবিরতি

সুমন হোসাইন পটুয়াখালী: তিন দফা দাবি নিয়ে কর্মবিরতি করেছে পটুয়াখালী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন ।
বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি
রাজস্বখাতে হস্তান্তর ও বহুদিন যাবত অস্থায়ীভাবে কর্মকর্তাদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে আজ রবিবার সকাল ১১ ঘটিকায় পটুয়াখালী সরকারি কলেজ গেট প্রাঙ্গনে কর্মবিরতি করে পটুয়াখালী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
উক্ত কর্মবিরতিতে সভাপতিত্ব করেন পটুয়াখালী বেসরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার সভাপতি, মোঃ আঃ গনি খান ও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা মোঃ শাহ আলম সহ পটুয়াখালী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। তিন দফা দাবির প্রথম দাবি ছিলো, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।
দ্বিতীয় দাবি ছিলো, চাকরী রাজস্বখাতে হস্তান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে।

তৃতীয় দাবী ছিলো, বহুদিন যাবত অস্থায়ীভাবে কর্মকর্তাদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে এবং কর্মকর্তাদের অগ্রঅধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে ।

এই কর্মভিরতির কেন জানতে চাইলে দৈনিক আজকালের কন্ঠ – কে বেসরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আঃ গনি খান জানায়, বহু বছর যাবত পটুয়াখালী সরকারি কলেজের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পটুয়াখালী সরকারি কলেজের বেসরকারি বিভিন্ন কর্মচারী বৃন্দ।

পরিশ্রমের বিনিময়ে সুখ না পেয়ে তার বিনিময়ে তারা পাচ্ছেন বুক ভরা কষ্ট। প্রথম চাকরির শুরুতে কম বেতন হওয়া সত্বেও অনেক আশা ভরসা নিয়ে এখানে চাকরিতে এসেছিলেন এ কর্মচারীগন, কম বেতনের চাকরিতে আসার কারণ হলো, প্রথম বেসরকারি হলেও পরবর্তীতে সরকারি করন হবে সেই আশায় চাকরিতে এসেছিলেন তারা। কিন্তু অনেক বছর কেটে গেলও সহকারী করণ করা হয়নি এই বেসরকারি কর্মচারীদের ।

এছাড়াও পুরনো কর্মচারীদের ভালো জায়গায় না রেখে নতুন কর্মচারীদের নিয়োগ দেয়ায় তাদের এই কর্মবিরতি। যতদিনে তাদের সরকারি করণ না করা হবে ততদিন তাদের আন্দোলন চলছে চলবে জানায় পটুয়াখালী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।