নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ( ৯০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে তিনি রাজধানীর আনোয়ার খান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ইউনিয়নের মহাদেবপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও বর্তমান সভাপতি ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রতীক নিয়ে বিজয়ী হন।মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় চড়পাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাপন করা হবে।
চেয়ারম্যানের মৃত্যুতে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন,
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক, ভাইসচেয়ারম্যান আব্দুল খালেক তাং,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান মুন্না, যুবলীগের সভাপতি মোঃ হানিফ ফকির জুয়েল, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।
আপনার মতামত লিখুন :