স্কুলশিক্ষকের মরদেহ মিলল ডোবায়


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৩, ৯:৫৭ পূর্বাহ্ন /
স্কুলশিক্ষকের মরদেহ মিলল ডোবায়

আজকালের কন্ঠ ডেস্ক : যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া বালিয়াডাঙা এলাকা থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত এস এম ময়মুর হোসেন (৬২) যশোর শহরের বকচর প্রাইমারি স্কুলের পাশের মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে পাচঁবাড়িয়ার ছোট একটি ডোবায় মাছ ধরতে গিয়ে জেলেরা মরদেহের সন্ধান পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, গত ১১ সেপ্টেম্বর দুপুরে ময়মুর হোসেন বাড়ি থেকে পাওনা টাকা আনতে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী শিরিনা খাতুন কোতোয়ালি থানায় একটি জিডি করেন। নিহতের স্বজনদের দাবি পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে ময়মুর হোসেনকে গুম ও খুন করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান গণমাধ্যমকে বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ বলা যাবে।