ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):- সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে পাগলা কুকুর-শিয়াল ও বানরের কামড়ে ১২দিনে প্রায় ২০জন আহত হয়েছন।কখন কাকে কামড়ে বসে এ-নিয়ে গুটা উপজেলা ব্যাপী জন-সাধারণের মাঝে মারাত্মক ভয় ও আতংক বিরাজ করছে।
১৭(অক্টোবর) মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে জগন্নাথপুর পৌরসভার কেশবপুর গ্রামের মাছুম মিয়া(১৮),ভবেরবাজার এলাকার ঝুনু মিয়া(৪৫),হবিবপুর গ্রামের শাহানাজ(২৩), চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউরা গ্রাম এলাকার আরিফা বেগম(১৫) ও কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার গ্রামের ছুরত মিয়া(৫০)সহ মোট পাঁচজন পাগলা কুকুরে কামড়ে আহত হয়েছেন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরী বিভাগে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন জামান কুকুরের কামড়ে আহত ৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :