দেশি কাঁচামরিচের দাম কমেছে হিলিতে


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ১২:১৯ অপরাহ্ন /
দেশি কাঁচামরিচের দাম কমেছে হিলিতে

আজকালের কন্ঠ ডেস্ক : এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি কাঁচামরিচ ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ক্রেতাদের দাবি ১০০ টাকার নিচে যদি প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যেতো তাহলে তাদের অনেক সুবিধা হতো।

কাঁচামরিচ কিনতে আসা রকিবুল ইসলাম বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক নিত্যপণ্য। গত বছর এই সময়ে আমরা ৩০ থেকে ৪০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনেছিলাম। আর এখন কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। কিছু দিন আগে আবার কিনতে হয়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা দরে। সরকার যদি এখনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ মানুষের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়বে।

বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কাঁচামরিচের দাম প্রতিদিন উঠানামা করছে। বর্তমানে কিছুটা দাম কমে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।