রিপণকে পরিকল্পিতভাবে অপহরণ করে তারই কয়েকজন বন্ধু। এরপর পরিবারের কাছে দাবি করা হয় ৩০ লাখ টাকা মুক্তিপণ। পরে পুলিশকে জানানো হলে সৈকত শেখ (২০) নামে এক যুবককে আটক করা হয়। নাটকীয় ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
শুক্রবার (১৫ ডিম্বের) দিনগতরাতে উপজেলার বড়পাঙ্গাসী এলাকা থেকে তাকে আটক করা হয়। সৈকত ওই এলাকার মৃত মান্নান শেখের ছেলে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর এ বিষয়টি নিশ্চিত করেন। জাগো নিউজকে তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে রিপনকে তার কতিপয় বন্ধু বড়পাঙ্গাসী স্কুল মাঠে ডেকে নেয়। কয়েক দিন আগে তার বড় ভাই বিদেশ থেকে দেশে আসে। পূর্ব পরিকল্পিত ভাবে রিপনকে অপহরণ করে। এরপর তারা রিপনের পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে রিপনের পরিবার শুক্রবার সকালে থানায় অভিযোগ দেয়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ওইদিন রাতেই হাত-পা, মুখ বাঁধা অবস্থায় অপহৃত রিপনকে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে উদ্ধার করে। এ ঘটনায় সৈকত নামের এক অপহরণকারীকে আটক করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম বলেন, অপহরণের ঘটনায় আটক সৈকতকে শনিবার আদালতে পাঠানো হয়। আদাতে তাকে কারাগারে পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :