সদর-কামারখন্দ আসনে নৌকার প্রার্থী হেনরী’র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন /
সদর-কামারখন্দ আসনে নৌকার প্রার্থী হেনরী’র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

ইসাহাক আলি: আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক পাওয়ার পর থেকেই সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণামূলক কার্যক্রম শুরু করেন আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরি।

এরই ধারাবাহিকতায় প্রতিদিন তিনি এক এলাকা থেকে অন্য এলাকায় গণসংযোগ করছেন।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) তিনি কামারখন্দ উপজেলার রায়দৌলত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এছাড়াও নৌকার বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন কিভাবে করতে হয় সেটা জানে। তার প্রমাণ গত পনেরটি বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আজকে সারা বিশ্বে রাজনীতিবিদদের প্রতিকৃতি হিসেবে গণ্য হয়েছেন। এটা আমাদের আওয়ামী লীগ তথা বাংলাদেশের গৌরবের বিষয়।