বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা-ভাঙচুর


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৩, ১১:০৪ অপরাহ্ন /
বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও তার সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকালে বেলকুচি পৌর শহরের কলেজ মোড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি আনিছুর রহমান।

আহত সুমন হিটলার উপজেলার মুকুন্দগাঁতি গ্রামের হাজী সাইদুল ইসলামের ছেলে। তিনি ঈগল প্রতীকের সমর্থক।

বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

আহত সুমন বলেন, “স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ কয়েকজন এসে আমার ওপর হামলা চালায়। এ সময় তারা ঈগল প্রতীকের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেন।”

হামলার অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, “নৌকার প্রার্থী মমিন মণ্ডলের পক্ষে কাজ করায় স্থানীয় আলমাছকে হুমকি দিয়েছিলেন ঈগলের সমর্থক সুমনসহ কয়েকজন। এ নিয়ে সুমনের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর করা হয়নি।”

ওসি আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।