সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও তার সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে বেলকুচি পৌর শহরের কলেজ মোড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলকুচি থানার ওসি আনিছুর রহমান।
আহত সুমন হিটলার উপজেলার মুকুন্দগাঁতি গ্রামের হাজী সাইদুল ইসলামের ছেলে। তিনি ঈগল প্রতীকের সমর্থক।
বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
আহত সুমন বলেন, “স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ কয়েকজন এসে আমার ওপর হামলা চালায়। এ সময় তারা ঈগল প্রতীকের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেন।”
হামলার অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, “নৌকার প্রার্থী মমিন মণ্ডলের পক্ষে কাজ করায় স্থানীয় আলমাছকে হুমকি দিয়েছিলেন ঈগলের সমর্থক সুমনসহ কয়েকজন। এ নিয়ে সুমনের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর করা হয়নি।”
ওসি আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আপনার মতামত লিখুন :