বেলকুচিতে শাড়ি তৈরির কারখানায় আগুন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৪, ১২:৪২ অপরাহ্ন /
বেলকুচিতে শাড়ি তৈরির কারখানায় আগুন

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের শাড়ীর তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌরসভার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লার উত্তম সাহার কারখানার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রাতে শাড়ির কারখানায় আগুন দেখতে চিৎকার শুরু করেন তারা। পরে প্রতিবেশিরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান  বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।