শনিবার (১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ-৫ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস বেলুকচিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে এসব কথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবার পর থেকেই তার সমর্থকরা আমার কর্মী সমর্থকদের মারপিট, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটসহ চাঁদাবাজি করছে। বিএনপি-জামায়াতের থেকে অনুপ্রবেশকারীরা নৌকার প্রার্থী মমিন মণ্ডলের ছত্রচ্ছায়ায় এ হামলা ও নির্যাতন করছে। এসব ঘটনার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে বড় কর্মসূচি ঘোষণা করবেন বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়ামান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :