আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৩, ১১:২৩ অপরাহ্ন /
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এছাড়াও সভায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন।