শীতে খান সুস্বাদু খেজুর গুড়ের পায়েস


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২২, ১২:২২ অপরাহ্ন /
শীতে খান সুস্বাদু খেজুর গুড়ের পায়েস

শীতে খেজুর গুড়ের চাহিদা কম-বেশি সবারই থাকে। কারণ এসময় প্রায় সকলেই পিঠাসহ নানা রকমের মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করে থাকেন। আর শীতকালে এসব মিষ্টান্ন তৈরির অন্যতম উপকরণ হলো খেজুর গুড়। বিভ্ন্নি রকমের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে বাঙালির জনপ্রিয় খাবার হলো পায়েস। আর খেজুর গুড়ের পায়েস হলে তো কথায় নাই। শীতের সকালে গরম গরম খেজুর গুড়ের পায়েস, আহ!

চলুন জেনে নিই মজাদার এই পায়েস রান্নার প্রণালী-

উপকরণ

১. দুধ দেড় লিটার

২. আতপ চাল আধা কাপ

৩. গুড় দেড় কাপ

৪. চিনি স্বাদমতো

৫. লবণ ১ চিমটি

৬. তেজপাতা, এলাচ ও দারুচিনি ১টি করে।

পদ্ধতি

চাল ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধে পরিমাণমতো লবণ, পরিমাণের অল্প অংশ গুড় ও চাল দিয়ে দ্রুত নাড়তে থাকুন। এতে পায়েস গাড়ো এবং আঠালো হবে, যা খেতে ভালো লাগবে। চাল ভালোভাবে সেদ্ধ হলে বাকি গুড় দিয়ে দিন। এরপর কিছুক্ষণ জ্বাল করে চুলা বন্ধ করে দিন। ওপরে কিসমিস, বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার খেজুর গুড়ের পায়েস।