অনলাইনে সফলতার পর এবার অফলাইনে শপিংজোন বিডি ও মিরর বিউটি পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন হল।
শুক্রবার, ১৪ জানুয়ারি দুপুরে মোহাম্মদপুর, রিং রোড, ৩৯ ফ্লাট, ২য় তলায় শপিংজোন বিডি অনলাইনের সাথে সাথে অফলাইনেও শপিংজোন বিডি শো-রুম এবং দ্যা মিরর বিউটি পার্লারের ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবুল হৃদয়, একসময়ের জনপ্রিয় নায়ক (সম্পাদক, জাতীয় সপ্তাহিক এক দুই তিন”) মাহবুব জামান, জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান এম চৌধুরী, Shopping zone Bd এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন রুবেল, উপদেস্টা ইয়াকুর বাদশা, শপিংজোন বিডির সিইও নারী উদ্যোক্তা তানজিনা ইসলাম শরমি, জেসমিন খান চাঁদনী, অনলাইন উদ্যোক্তা শারমিন শাম্মিসহ অনেকে।
উদ্বোধনের পর সিইও তানজিনা ইসলাম শরমি বলেন, ন্যায্য মূল্যে মানসম্পন্ন, টেকসই পোশাক অনলাইনের পাশাপাশি এখন অফরাইনে ক্রেতাদের কাছে বিক্রি করতে আমাদের এই উদ্যোগ। শপ খোলার সঙ্গে সঙ্গে সকাল থেকে আলহামদুলিল্লাহ বিক্রি শুরু হয়ে গেছে আমাদের। আর দ্যা মিরর বিউটি পার্লারে সব শ্রেনীর নারীদের জন্য কম মূল্যে ভালো বিউটি সেবা দেয়া হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্যাবসায়ীক নানা দিক তুলে ধরেন সিইও তানজিনা ইসলাম শরমি।
আপনার মতামত লিখুন :