৬ আসনে উপনির্বাচন তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটিতে শরিকেরা, একটি উন্মুক্ত


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন /
৬ আসনে উপনির্বাচন তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটিতে শরিকেরা, একটি উন্মুক্ত

৬ আসনে উপনির্বাচন

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় উপনির্বাচনের আসনগুলোতে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। গণভবন, ১ জানুয়ারি
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় উপনির্বাচনের আসনগুলোতে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। গণভবন, ১ জানুয়ারিছবি: পিআইডি
বিএনপির সংসদ সদস্যরা ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া আসনগুলোর উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে ছেড়ে দিয়েছে। তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। একটি আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। উন্মুক্ত রাখা হয়েছে।

আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের ফটকে সাংবাদিকদের এসব বিষয়ে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।