নিজস্ব প্রতিনিধি : ১৭ই মার্চের প্রথম প্রহরে রাজনীতির মহাকবি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনের কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ শতাব্দীর মহানায়ক, রাজনীতির মহাকবি, বাঙালি জাতি রাষ্ট্রের মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গত ১৭ মার্চের প্রথম প্রহরে রাত ০০:০১ মিনিটে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গণে জাতির পিতার স্মরনে সংক্ষিপ্ত আলোচনা, কেক কাটা, আতশবাজি ও ফানুস উড়িয়ে দিবসটির কর্মসূচি শুরু করেছে।
প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত্যুঞ্জয়ী জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, কাজী শহিদুল্লাহ লিটন,মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদ উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও এর অন্তর্গত থানা ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার স্মরণে শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। শুভ শুভ দিন জাতির পিতার জন্মদিন। আজকে মোদের খুশির দিন, জাতির পিতার জন্মদিন -সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে জাতির পিতার জন্মবার্ষিকীর শুভক্ষণে অনুষ্ঠানস্থল।
আপনার মতামত লিখুন :