ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মীসভা


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন /
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মীসভা

রনজিত, ঝিনাইদাহ প্রতিনিধি: আজ ২২ মার্চ ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝিনাইদহ জেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেষপুর, শৈলকূপা, হরিনাকুন্ড, কালীগঞ্জ ও পৌর শাখার নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মনুচীর উদ্বোধন ও যৌথ কর্মী সভা চলছে।

উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ওবায়দুল হক খান। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা সাইদুল করিম মিন্টু। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক লীগেে কেন্দ্রীয় নির্বাহী সদস্য আদনান সুমন, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য পাপিয়া রায় পাখি ও মোঃ মিজানুর রহমান (মিজান)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক আহাদুর রহমান খোকন। সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব রানা হামিদ। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন কর্মসুচীর উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সাইদুল করিম মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আদনান সুমন, জাতীয় পরিষদ সদস্য পাপিয়া রায় পাখি, মোঃ মিজানুর রহমান ( মিজান)..। কর্মী সভায় অনান্যের বক্তৃতা করেন অহিদুজ্জামান,মোঃ ফিরোজ সালাউদ্দীন,জাকির হোসেন লিমন,জুয়েল পারভেজ ও সাহেদ মেহবুব রনজু।