চর নিলক্ষীয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন /
চর নিলক্ষীয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ এ চর নিলক্ষীয়া ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।”ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” শিরোনামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সারাদেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে।

দেশব্যাপী চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৩ বুধবার বিকাল তিনটায় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চর নিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, কার্যনির্বাহী সদস্য অ্যাড. তপো গোপাল ঘোষ, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক মন্ডল, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম শেখ ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর, সভাপতিত্ব করেন চর নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক এনামুল ইসলাম, সঞ্চালনা করেন যুগ্ম আহবায়কবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ডেলিগেট সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।