মুক্তি পেল বুবলীর ‘খেলা হবে’


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন /
মুক্তি পেল বুবলীর ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক : দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘লোকাল’ সিনেমার ট্রেইলার। এতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ। এদিকে সোমবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘লোকালের’ প্রথম গান ‘খেলা হবে’।

এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির খবরে বেশ আগ্রহ দেখিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। প্রায় ২০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইফ চন্দন।

সাইফ চন্দন বলেন, ট্রেইলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা।

ছবিটি দেখার জন্য দর্শকদের অনুরোধ জানান নির্মাতা।

‘লোকাল’ সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। অভিনয়ে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন- মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।