‘অগ্নিসাক্ষী’ খ্যাত কন্নড় অভিনেতা সম্পথ জে রামের আত্মহত্যা


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন /
‘অগ্নিসাক্ষী’ খ্যাত কন্নড় অভিনেতা সম্পথ জে রামের আত্মহত্যা

বিনোদন ডেস্ক : ‘অগ্নিসাক্ষী’ খ্যাত কন্নড় অভিনেতা সম্পথ জে রাম আত্মহত্যা করেছেন। মাত্র ৩৫ বছর বয়সেই উদীয়মান এই অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

গত শনিবার (২২ এপ্রিল) বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলা শহরের নিজ বাড়িতেই আত্মহত্যা করেন তিনি।

শ্রী বালাজি ফটো স্টুডিওর মতো বহুল সমালোচিত ছবিতে কাজ করেছেন সম্পথ জে রাম। গত জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল ছবিটি। ছবিটির পরিচালক রাজেশ ধ্রুব সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার মৃত্যুর সংবাদ জানান।

সম্পথ জে রামের সহঅভিনেতা বিজয় সূর্য বলেন, অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি মজা করছেন। কিন্তু পরে খোঁজ নিয়ে জানলাম ঘটনাটি সত্য। বিষয়টি খুবই দুঃখজনক।

মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন অভিনেতা সম্পথ জে রাম। তার পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, সম্পথের হাতে তেমন কাজ ছিল না। হয়ত এর জেরেই তিনি হতাশায় ভুগছিলেন এবং এমন একটা কঠিন সিদ্ধান্ত নিছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস