বিনোদন ডেস্ক : আবারও নতুন গান নিয়ে আসছেন গীতিকবি মহসীন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। ‘আর ভাবতে চাই না’ শিরোনামের গানটি হবে নাজিফার প্রথম মৌলিক গান। এর আগে অন্যের গাওয়া গান গেয়েই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গানটির সুর করেছেন এহসান রাহী এবং শব্দ প্রযোজক হিসেবে আছেন আমজাদ হোসেন।
জ্যাজ ব্যালাড ধাঁচের গানটি নিয়ে আশাবাদী মহসীন মেহেদী। তিনি জানান, এটি তার দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রজেক্ট।
মহসীন মেহেদীর কথায় নাজিফার প্রথম মৌলিক গানতিনি জানান, নাজিফা ‘তুমি হিনা’ শিরোনামের একটি কভার গানে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেছিলেন। গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :