বিরত থাকার কারণ জানালেন : পূর্ণিমা


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জুন ১২, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন /
বিরত থাকার কারণ জানালেন : পূর্ণিমা

বিনোদন ডেস্ক : গরমের কারণে নতুন কোনো কাজে হাত দেননি জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রচণ্ড গরমকে আপাতত এড়িয়ে চলছেন তিনি। জানিয়েছেন গ্রীষ্মের খরতাপ না কমলে নুতন করে কাজ করার কোনো সম্ভাবনা নেই। যদিও গত দুদিন ধরে আবহাওয়া আগের তুলনায় কিছুটা শীতল। কিন্তু সেটা কতদিন থাকবে তার ওপর নির্ভর করবে নতুন কাজের শিডিউল। এমনটাই বলেছেন পূর্ণিমা।

তিনি বলেন, ‘এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।

এদিকে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি সিনেমায় কাজ করছেন এ নায়িকা। এর মধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ প্রায় শেষ। ‘জ্যাম’ অর্ধসমাপ্ত। তিনটি সিনেমায়ই তার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন এ নায়িকা।