মিমের মিশন হান্টডাউন


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জুন ২৬, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন /
মিমের মিশন হান্টডাউন

বিনোদন ডেস্ক : অ্যাকশন ও রহস্যে ঘেরা ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’র মাধ্যমে প্রথমবারের মতো ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্মে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অপরদিকে, সাড়া জাগানো সিরিজ কারাগারে অভিনয়ের জন্য ব্যাপকভাবে সমাদৃত এফ এস নাঈমের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তনের সিরিজ এটি।

সিরিজটিতে এন্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান মাহিদের গল্প দেখানোর পাশাপাশি গুরুত্ব পেয়েছে গ্রামের এক সাধারণ মেয়ে নীরার জীবনযাত্রা। নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও এ কে আজাদ সেতু। বুধবার (২৮ জুন) ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আলোচিত এই সিরিজটি। পরিচালক সানী সানোয়ার অ্যাকশন থ্রিলার কনটেন্ট নির্মাণে সিদ্ধহস্ত হলেও বিদ্যা সিনহা মীম আর এফ এস নাইমকে নিয়ে মিশন হান্টডাউনে কতোটা সফল হবেন সেটাই এখন দেখার অপেক্ষা।